Sunday, 4 September 2011
Monday, 15 August 2011
ঠিক উড়বে...
যেই ভাঙ্গবে
সেই জুড়বে
কিছু ভিজবে
কিছু পুড়বে
সাত পাকে
শুধু ঘুরবে?
আর সোনা দিয়ে
কিছু মুড়বে?
তোমার স্বপ্ন
আমার স্বপ্ন
ডানা মেলে
ঠিক উড়বে
Sunday, 7 August 2011
Saturday, 6 August 2011
কেন বল না
একা বসে আনমনে
কি যে ভাব জানিনা
সব বলা যায় না যে
এ কথা তো মানিনা
কি যে হয় কেন হয়
সেই মোর চিন্তা
এইভাবে কেন যাবে
বৃথা তোর দিনটা
সব কথা বলে ফেল
খুলে মন খুলে প্রান
নাহলে যে সারাদিন
মন করে আনচান
এর পরে যদি কিছু
না বলাই রেখে দাও
চাইবনা জানতেও
যত খাও এত ভাও
Monday, 18 July 2011
:D :P :* :)
যখন তুমি বললে কোলোন ডি [:D]
আমি মাখলাম তখন ওডিকোলোন
যখন তুমি বললে কোলোন পি [:P]
তোমায় কোলে তুলে দিলাম দোলন
আর একটু বেশি খেয়ে বার
যখন আমি চাইলাম কোলন স্টার [:*]
তুমি চুলটা সরিয়ে মারলে একটু কেত
মুখে শুধু খেলিয়ে কোলন ফার্স্ট ব্র্যাকেট [:)]
আমি মাখলাম তখন ওডিকোলোন
যখন তুমি বললে কোলোন পি [:P]
তোমায় কোলে তুলে দিলাম দোলন
আর একটু বেশি খেয়ে বার
যখন আমি চাইলাম কোলন স্টার [:*]
তুমি চুলটা সরিয়ে মারলে একটু কেত
মুখে শুধু খেলিয়ে কোলন ফার্স্ট ব্র্যাকেট [:)]
Wednesday, 8 June 2011
তোমার জন্যই লেখা
নিয়ে Feelings
করি Dealings
নয় সত্যি
এক রত্তি
বোঝো না
করো রাগ
আর নয়
আজ থাক
যেটা বলি
সেটা নয়
অকারনে
পাও ভয়
বুঝি আমি
তোমাকেও
কথা বলা
থামলেও
যবে বলি
তবে নয়
এত কেন
দেরি হয়
তাড়াতাড়ি
ক'রো না
এত দিন
সহে না
ভালোবাসা
নিঃস্বার্থ
কোনও প্রশ্ন
নেই আর তো?
Saturday, 7 May 2011
হঠাৎ খুঁজে পাওয়া একটা কিছু
হারিয়ে ফেলার আনন্দের
চিহ্ন ছিল রুমাল
তোমারটা গাঢ় নীল
আর আমার হাল্কা লাল
মৃত মানুষের গন্ধ
আর শুকিয়ে যাওয়া রক্ত
ছিল যত্ন করে তুলে রাখা
এখন ফেলে দেওয়াই শক্ত
ছিল আরও অনেক কিছুই
আদর করে রাখা
আজ সে সবই আস্তাকুরে
আলমারি আজ ফাঁকা
Wednesday, 27 April 2011
চুমুতে মাছের গন্ধ
হাজার বছর ধরে মাছ খেয়ে চলেছি বিছানায় বসে
কখনো রুই কখনো কাতলা কখনো পার্শে.
মাছ খেয়ে চুমু খেলে চুমুতে লেগে থাকে মাছের গন্ধ
আবেগে প্রেমিকার ঠোটে ঠোট হয়ে যায় বন্ধ
রুই মাছের চুমু তত ভাল হয় না যত ভাল হয় ইলিশ খাওয়া চুমু...
চুমু খেয়ে প্রেমিকা বলে দেয় আজ খেয়েছি কোন মাছ
তখনি মনে পরে যায় প্রথম চুম্বনের স্মৃতি সেই গাছ
আজো আছে দাঁড়িয়ে সেই নদীটির তীরে
আর সেই নদীতে ভেসে যাওয়া সেই সব মাছ
জাল দিয়ে ধরে সুসজ্জিত প্লেটে রাখা খাওয়ার টেবিলে.
পাকাপাকি
আমার পাকলো হাত
রবির পাকলো দাড়ি
তোমার জন্য কবিতা
আমি আজও লিখতে পারি
বাড়িতে পাকছে মেয়েটা
হাড়িতে পাকছে মাংস
এসো আমার কাছে
তোমায় করি ধ্বংস
গাছে পাকলো বেল
কাকের তাতে কি
একটুখানিই আসল
বাকি সবটাই মেকি
Monday, 25 April 2011
সেই তুমি
ভেবেছিলাম তো অনেক কিছুই করবো
কিন্তু সময় বড়ই কম
জোর করে তো এসব কিছুই হয়না
বৃথাই গেল সব পণ্ডশ্রম
সময় কাটছে বড়ই তাড়াতাড়ি
তোমার কথা ভাবতে আজ পারি
থাকলো বাকি অনেক কিছুই
একটু এগোই তো আরও অনেক পেছই
যদিও অনেকদিনই তোমার সঙ্গে আড়ি
(তবু)
হারিয়েও তো অনেক কিছুই পেলাম
তোমায় জানাই বিদ্রোহী লালসেলাম
প্রত্যাবর্তন
দুরবিনে উলটো দিকে লাগিয়েছি চোখ
তাই দূরকে দেখছি আরও দূরে
কোথা থেকে আবার উদয় হলে
হঠাৎ করে মাটি ফুঁড়ে
আসছে বসন্ত
আসছে বসন্ত
লিখব কবিতা
without হসন্ত
ঝরবে পাতা
কুড়িয়ে নিয়ে
বানাবো খাতা
কবিতার
শুখনো পাতা
খাতার মধ্যে
জমিয়ে রাখা
হবি তার
নয়কো মোটেই
রঙটা ফ্যাকাসে
আজকে আকাশে
আমিও ফাঁকা
জানি যে আমি
আজ ফাঁকা সে
চল পিৎ্জা খাই
কুঁড়ে ঘরেতে বসে
তুমি আর আমি
কেন জানি না
বলতে গিয়েও
থমকে থামি
লিখতে যে চাই
হাজার লাইন
আমার কথা
delete করে
কি সব লিখি
ভাট অযথা
রাতজাগানিয়া ঘুমভাঙ্গানিয়া
All-Out এ আর হয় নাকো কাজ
সারারাত মশা কামরায়
ঘুম ভেঙ্গে চেয়ে দেখি
বাদুড় ওড়ে জ্যোৎস্নায়...
সিগারেট
কমিয়ে দিলাম ধোঁয়ার ওজন
বাদামি ফিল্টার আজ সাদা
সুধুই তো নয় ওজোন লেয়ার
ফুসফুসেও আজ অনেক ছাঁদা
টুকরো
টুকরো ১
--------
কত দিন যে বসে আছি
ছিপ ফেলে আর জাল বুনে
দেখা হবে নলবনে ;)
টুকরো ২
--------
এগরোলে আজ শুধুই শশা, নাই পেঁয়াজরোলের বদলে তাই
খেল মোগলাই সে আজ
টুকরো ৩
--------
একবার বিদায় দে মা ভালবাসিহাসি হাসি কাটবো খাসি
দেখবে জগতবাসি
সত্যি মিথ্যে
গাঙ্গুলিকে কেউ কেনেনি
জেসিকাকে কেউ মারেনি
নেতাই গ্রামে কেউ মরেনি
পথ অবরোধ কেউ করেনি
আমাকেও কেউ বলেনি
কেন হল এই রকম...
পিকনিক
জল পড়ে
পাতা নড়ে
চিকি চিকি
বালুচরে
দুজনের
ছায়া পড়ে
আনমনে
গান করে
হাত টাত
ধরে টরে
এত কমে
মন ভরে?
তুমি যেন
এটা পড়ে
থেকো নাকো
রাগ করে
প্রেমিকের উদ্যেশে
তুমি যে বুঝবে কবে
ওটা প্রেম নয় সবই ঝুট্টা
তুমি রাস্তায় সাজো লাম্পপোস্ট
আর আমি ছেড়ে দেবো কুত্তা...
রোমান্টিক
টিকটিকি দেওয়ালে করে টিক টিক
তুমি আমি বসে আছি রোমান্টিক
হাতে হাত রাখা
আর চোখে রাখা চোখ
অকারনে হেসে ফেলি ফিক ফিক ফিক :)
ঠেকে শেখা
নতুন সাবান...মাখবো বলে চান করেছি রাত্রে
টগবগে খুব ফুটন্ত জল ভরলাম আমি পাত্রে
জলটা ছিল খুবই গরম
ত্বক যে আমার বড়ই নরম
পড়ল ফোস্কা ইয়া বড় আমার সকল গাত্রে
সারাই
যে রাতে মোর দুয়ার গুলি ভাঙ্গলো ঝড়ে
তার পরদিন সকাল বেলার একটু পরে
ডেকে আনলাম কারপেন্টার
১০টি টাকা দক্ষিনা তার
দুয়ার খানি আবার কেমন দিল গড়ে
;)
এখন স্বপ্নে এসেও দিয়ে যাচ্ছ দেখা
সে কি তবে আর নেইকো একা?
এবারতো পড়লে হাল্কা চাপে
ভাবছ এটা কার জন্য লেখা?
ভোরাই
এখনও ভালো করে ভাঙ্গেনি যে ঘুম
চোখ খুলে এখনও করি পিট পিট
হিসি পেয়ে গেছে খুব এখনি
এদিকে যে পাজামায় পড়ে গেছে গিঁট
(A) মার্কা
গেছিলাম নন্দন
দেখতে "বন্ধন"
খেতে গিয়ে পপকর্ন
চাইলাম ককপর্ন
বললঃ এই খানে আর না
চলে যাও খান্না
আরও কতদিন
হচ্ছে, হবে, আরও কদিন দেরি
কবিতাটাও আর ঠিকমতো আসছেনা
কাউকে নিয়ে তো একটা লিখতে হয়
সেও আজ আর হাসছে না
Subscribe to:
Posts (Atom)