Monday, 15 August 2011

ঠিক উড়বে...


যেই ভাঙ্গবে
সেই জুড়বে
কিছু ভিজবে
কিছু পুড়বে


সাত পাকে
শুধু ঘুরবে?
আর সোনা দিয়ে
কিছু মুড়বে?


তোমার স্বপ্ন
আমার স্বপ্ন
ডানা মেলে
ঠিক উড়বে

3 comments:

  1. hm.... orar ichatei to beche thaka......

    ReplyDelete
  2. "কিছু"টা কেটে দাও, তবে ছন্দ মিলবে।
    "সাত পাকে
    শুধু ঘুরবে?
    আর সোনা দিয়ে
    মুড়বে?"

    অথবা

    "সাত পাকে
    শুধু ঘুরবে?
    সোনা দিয়ে
    কিছু মুড়বে?"

    ReplyDelete
  3. প্রথমটার থেকে দ্বিতীয়টা ভালো

    ReplyDelete