এপ্রিল ফুল
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মউমাছি আজ উড়বেই
ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মৌমাছি আজ উড়বেই
ঝড় উঠুক না বা উঠুক
খড়কুটো আজ উড়বেই
তোমার আমার দূরত্ব
হয়ত আজকে ঘুছবেই...
No comments:
Post a Comment