Sunday 12 February 2017

বেসুরো


শেষে কেবল দুঃখ আছে
জেনেও কেন এগিয়ে যাই
ভুল সুরেতে গাইছি জেনেও
গানটা আমি গেয়েই যাই

সুরের সঙ্গে সুর মেলাতে
চাই কি আমি তাই জানি না
হোক বেসুরো হোক বেতালা
ছন্দ পতন আর মানিনা

যে বাংলা বোঝে না, তার জন্য 

Monday 4 May 2015


লটারি

কুঁড়ে কুঁড়ে রোজ খেত কতো কিট
এতদিনে খুলে গেল আঙুলে লাগানো গিঁট
তবুও কাটে না সংশয়
মনে তে আজও আছে ভয়
লাব ডাব লাব ডাব করে হার্টবিট

Saturday 25 April 2015

ভ্যালেন্টাইন্স ডে

আজ হাওয়াতে নাকি প্রেম
কারো প্রেমে আবার হাওয়া
কিতনা মহব্বত হ্যায় তো দেখো
আজ খুদা গাওয়া




এই কবিতাটা তোকে নিয়ে নয়
তুই ভাবিস কিন্তু বেকার
যে তোর আছে ও টুকুই তোর
(ওরে পাগলী) আমি কি তোর একার? ;)

Dedicated to:
যে সব কবিতাই পড়ে
কিন্তু করেনা কোন লাইক
সুধুই চেয়ে চেয়ে দেখে
নির্বাক ও অমায়িক



Life in Brussels

কি সুন্দর গন্ধ পচা মাংসে
গোলাপের থেকে কম নয় কোনও অংশে
সারা ঘর গন্ধে করছে ম ম
মাছিদের আমি করছি নম
মাজিনা বাসন যতই বিবেক দংশে




খরা

হচ্ছে, হবে, আরও কদিন দেরি
কবিতাটাও আর ঠিকমতো আসছেনা
কাউকে নিয়ে তো একটা লিখতে হয়
সেও আজ আর হাসছে না...