Wednesday, 27 April 2011

চুমুতে মাছের গন্ধ



হাজার বছর ধরে মাছ খেয়ে চলেছি বিছানায় বসে
কখনো রুই কখনো কাতলা কখনো পার্শে.
মাছ খেয়ে চুমু খেলে চুমুতে লেগে থাকে মাছের গন্ধ
আবেগে প্রেমিকার ঠোটে ঠোট হয়ে যায় বন্ধ
রুই মাছের চুমু তত ভাল হয় না যত ভাল হয় ইলিশ খাওয়া চুমু...
চুমু খেয়ে প্রেমিকা বলে দেয় আজ খেয়েছি কোন মাছ
তখনি মনে পরে যায় প্রথম চুম্বনের স্মৃতি সেই গাছ
আজো আছে দাঁড়িয়ে সেই নদীটির তীরে
আর সেই নদীতে ভেসে যাওয়া সেই সব মাছ
জাল দিয়ে ধরে সুসজ্জিত প্লেটে রাখা খাওয়ার টেবিলে.

No comments:

Post a Comment