Wednesday, 27 April 2011

পাকাপাকি


আমার পাকলো হাত
রবির পাকলো দাড়ি
তোমার জন্য কবিতা
আমি আজও লিখতে পারি

বাড়িতে পাকছে মেয়েটা
হাড়িতে পাকছে মাংস
এসো আমার কাছে
তোমায় করি ধ্বংস

গাছে পাকলো বেল
কাকের তাতে কি
একটুখানিই আসল
বাকি সবটাই মেকি

No comments:

Post a Comment