Monday, 25 April 2011

পিকনিক


জল পড়ে
পাতা নড়ে
চিকি চিকি
বালুচরে
দুজনের
ছায়া পড়ে
আনমনে
গান করে
হাত টাত
ধরে টরে
এত কমে
মন ভরে?

তুমি যেন
এটা পড়ে
থেকো নাকো
রাগ করে

No comments:

Post a Comment