আসছে বসন্ত
লিখব কবিতা
without হসন্ত
ঝরবে পাতা
কুড়িয়ে নিয়ে
বানাবো খাতা
কবিতার
শুখনো পাতা
খাতার মধ্যে
জমিয়ে রাখা
হবি তার
নয়কো মোটেই
রঙটা ফ্যাকাসে
আজকে আকাশে
আমিও ফাঁকা
জানি যে আমি
আজ ফাঁকা সে
চল পিৎ্জা খাই
কুঁড়ে ঘরেতে বসে
তুমি আর আমি
কেন জানি না
বলতে গিয়েও
থমকে থামি
লিখতে যে চাই
হাজার লাইন
আমার কথা
delete করে
কি সব লিখি
ভাট অযথা
No comments:
Post a Comment