ভেবেছিলাম তো অনেক কিছুই করবো
কিন্তু সময় বড়ই কম
জোর করে তো এসব কিছুই হয়না
বৃথাই গেল সব পণ্ডশ্রম
সময় কাটছে বড়ই তাড়াতাড়ি
তোমার কথা ভাবতে আজ পারি
থাকলো বাকি অনেক কিছুই
একটু এগোই তো আরও অনেক পেছই
যদিও অনেকদিনই তোমার সঙ্গে আড়ি
(তবু)
হারিয়েও তো অনেক কিছুই পেলাম
তোমায় জানাই বিদ্রোহী লালসেলাম
No comments:
Post a Comment