Wednesday, 8 June 2011

তোমার জন্যই লেখা


নিয়ে Feelings
করি Dealings
নয় সত্যি
এক রত্তি


বোঝো না
করো রাগ
আর নয়
আজ থাক


যেটা বলি
সেটা নয়
অকারনে
পাও ভয়


বুঝি আমি
তোমাকেও
কথা বলা
থামলেও


যবে বলি 
তবে নয়
এত কেন 
দেরি হয়


তাড়াতাড়ি
ক'রো না
এত দিন
সহে না


ভালোবাসা
নিঃস্বার্থ
কোনও প্রশ্ন
নেই আর তো?

No comments:

Post a Comment