পুজো
বাজলো ঢাকের সুর
লাগলো কাশের দোলা
নীল আকাশে শুরু হল
সাদা মেঘের খেলা
নতুন জামার গন্ধ
আর নতুন শাড়ির ভাঁজ
দুর্গা পুজোর আনন্দেতে
মাতল সবাই আজ
হাতীর পিঠে আসছে চেপে
শস্যে ভরবে গোলা
পালকি চেপে যাওয়ার বেলায়
লাগবে একটু দোলা
পুজো মানেই ঠাকুর দেখা
আর প্যান্ডেলেতে গল্প
বাবামায়ের বকুনি ভূলে
নিয়ম ভাঙ্গা অল্প
বাজবে মাইক গমগমিয়ে
পূজোর নতুন গানে
"ঢাকের তালে কোমর দোলে"
নাচতে যে মন মানে
সন্ধে হলেই জ্বলবে উঠে
হাজার রঙের আলো
পুজোর এই চারটি দিন
কাটুক সবার ভালো
No comments:
Post a Comment