Thursday, 8 November 2012


To whom it may concern

পার্কস্ট্রীট থেকে লোবা সবই তো সাজানো
তোমায় বদনামের জন্য সবই এসব গুজব
এত মিথ্যের প্রায়শ্চিত্ত করতেই 
এবার করছো শ্মশানকালীর পুজো?

Saturday, 13 October 2012


পুজো 

বাজলো ঢাকের সুর
লাগলো কাশের দোলা 
নীল আকাশে শুরু হল
সাদা মেঘের খেলা

নতুন জামার গন্ধ
আর নতুন শাড়ির ভাঁজ
দুর্গা পুজোর আনন্দেতে
মাতল সবাই আজ 

হাতীর পিঠে আসছে চেপে
শস্যে ভরবে গোলা
পালকি চেপে যাওয়ার বেলায়
লাগবে একটু দোলা

পুজো মানেই ঠাকুর দেখা
আর প্যান্ডেলেতে গল্প
বাবামায়ের বকুনি ভূলে
নিয়ম ভাঙ্গা অল্প

বাজবে মাইক গমগমিয়ে
পূজোর নতুন গানে
"ঢাকের তালে কোমর দোলে"
নাচতে যে মন মানে

সন্ধে হলেই জ্বলবে উঠে
হাজার রঙের আলো 
পুজোর এই চারটি দিন
কাটুক সবার ভালো 

Monday, 1 October 2012


গান্ধীজীর প্রতি

আজকে তোমার, পরশু ত্রিনার (Trinar) , তরশু আমার
হবে জলসা, আছে vocalist, নেইকো drummer
দশ টাকা থেকে হাজার, সব নোটেতেই তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি

Wednesday, 26 September 2012


আজগুবি

আনমনা খেয়ালে
যদি লিখি দেওয়ালে
টিকটিকি এসে সব 
চেটেপুটে খেয়ে যায়

বাবুদের গোয়ালে
গরুটাকে দোয়ালে
গয়লাটা খুশি হয়ে
দুটো গান গেয়ে যায়

Wednesday, 8 August 2012


অলিম্পিক

মেখেছো জাপানি তেল
মালিশ করনি, তাই
গড়িয়ে পড়েছে পায়ে।
দিলে তাই লম্বা দৌড়
তবু পদক পাওনি,
নুনের ছিটে লেগেছে ঘায়ে

Thursday, 26 July 2012


All Out


জ্বললে মশার ধুপ
সব মশারাই চুপ
উড়তে গিয়ে ঊর্ধ্ব পানে
আটকে গিয়ে সিলিং ফ্যানে
পড়ছে টুপ টুপ