Sunday, 12 February 2017

বেসুরো


শেষে কেবল দুঃখ আছে
জেনেও কেন এগিয়ে যাই
ভুল সুরেতে গাইছি জেনেও
গানটা আমি গেয়েই যাই

সুরের সঙ্গে সুর মেলাতে
চাই কি আমি তাই জানি না
হোক বেসুরো হোক বেতালা
ছন্দ পতন আর মানিনা

যে বাংলা বোঝে না, তার জন্য