Saturday, 25 April 2015

ভ্যালেন্টাইন্স ডে

আজ হাওয়াতে নাকি প্রেম
কারো প্রেমে আবার হাওয়া
কিতনা মহব্বত হ্যায় তো দেখো
আজ খুদা গাওয়া




এই কবিতাটা তোকে নিয়ে নয়
তুই ভাবিস কিন্তু বেকার
যে তোর আছে ও টুকুই তোর
(ওরে পাগলী) আমি কি তোর একার? ;)

Dedicated to:
যে সব কবিতাই পড়ে
কিন্তু করেনা কোন লাইক
সুধুই চেয়ে চেয়ে দেখে
নির্বাক ও অমায়িক



Life in Brussels

কি সুন্দর গন্ধ পচা মাংসে
গোলাপের থেকে কম নয় কোনও অংশে
সারা ঘর গন্ধে করছে ম ম
মাছিদের আমি করছি নম
মাজিনা বাসন যতই বিবেক দংশে




খরা

হচ্ছে, হবে, আরও কদিন দেরি
কবিতাটাও আর ঠিকমতো আসছেনা
কাউকে নিয়ে তো একটা লিখতে হয়
সেও আজ আর হাসছে না...



কণিকা

দ্বার বন্ধ করে দিয়ে মশাটাকে রুখি
হাওয়া বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি

উত্তম নিশ্চিন্তে চলে সুচিত্রার সাথে,
তিনিই পাগলু যিনি চলেন তফাতে।

মোদীর পেপার কহে ছাড়িয়া নিশ্বাস,
'এই সময়'-এ সর্বসুখ আমার বিশ্বাস।

বিয়ার কাজেরই অঙ্গ এক সাথে গাঁথা,
Weekend এল মানেই এটা ধরা বাঁধা

(ক্ষমা করিও রবিদাদু, করিলাম খিল্লি
ছিল তোমার CAT করিলাম বিল্লি) 

ওয়ার্ল্ড কাপ

সাতটা জিত,  একটা হার
তাতেই এতো তিরস্কার?

সাতদিন হয়েছে,  একদিন হয়নি
স্যালুট টিম ইন্ডিয়া, স্যালুট তোমায় ধোনি

#We_will_take_it_back_next_time

এপ্রিল ফুল

ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মউমাছি আজ উড়বেই

ফুল ফুটুক নাই বা ফুটুক
আজ এপ্রিল ফুল ফুটবেই
হুল ফোটাক নাই বা ফোটাক
মৌমাছি আজ উড়বেই
ঝড় উঠুক না বা উঠুক
খড়কুটো আজ উড়বেই
তোমার আমার দূরত্ব
হয়ত আজকে ঘুছবেই...


নেট নিউট্রালিটি

নতুন নিয়ম করবে ট্রাই 
তাতেই করে প্রান আইঢাই
কমিয়ে দিয়ে নেটের স্পীড
অন্য সাইট করবে লিড
থেকেও নেটের কানেকশান
পাবেন না যা আপনি চান
নিপাত যাক এই নতুন আইন
নিচের লিঙ্কে করুন সাইন
http://www.savetheinternet.in/