পচা কবিতা
Monday, 15 August 2011
ঠিক উড়বে...
যেই ভাঙ্গবে
সেই জুড়বে
কিছু ভিজবে
কিছু পুড়বে
সাত পাকে
শুধু ঘুরবে?
আর সোনা দিয়ে
কিছু মুড়বে?
তোমার স্বপ্ন
আমার স্বপ্ন
ডানা মেলে
ঠিক উড়বে
Sunday, 7 August 2011
Saturday, 6 August 2011
কেন বল না
একা বসে আনমনে
কি যে ভাব জানিনা
সব বলা যায় না যে
এ কথা তো মানিনা
কি যে হয় কেন হয়
সেই মোর চিন্তা
এইভাবে কেন যাবে
বৃথা তোর দিনটা
সব কথা বলে ফেল
খুলে মন খুলে প্রান
নাহলে যে সারাদিন
মন করে আনচান
এর পরে যদি কিছু
না বলাই রেখে দাও
চাইবনা জানতেও
যত খাও এত ভাও
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)