Saturday, 7 May 2011

হঠাৎ খুঁজে পাওয়া একটা কিছু


হারিয়ে ফেলার আনন্দের
চিহ্ন ছিল রুমাল
তোমারটা গাঢ় নীল
আর আমার হাল্কা লাল

মৃত মানুষের গন্ধ
আর শুকিয়ে যাওয়া রক্ত
ছিল যত্ন করে তুলে রাখা
এখন ফেলে দেওয়াই শক্ত

ছিল আরও অনেক কিছুই
আদর করে রাখা
আজ সে সবই আস্তাকুরে
আলমারি আজ ফাঁকা