Saturday 13 October 2012


পুজো 

বাজলো ঢাকের সুর
লাগলো কাশের দোলা 
নীল আকাশে শুরু হল
সাদা মেঘের খেলা

নতুন জামার গন্ধ
আর নতুন শাড়ির ভাঁজ
দুর্গা পুজোর আনন্দেতে
মাতল সবাই আজ 

হাতীর পিঠে আসছে চেপে
শস্যে ভরবে গোলা
পালকি চেপে যাওয়ার বেলায়
লাগবে একটু দোলা

পুজো মানেই ঠাকুর দেখা
আর প্যান্ডেলেতে গল্প
বাবামায়ের বকুনি ভূলে
নিয়ম ভাঙ্গা অল্প

বাজবে মাইক গমগমিয়ে
পূজোর নতুন গানে
"ঢাকের তালে কোমর দোলে"
নাচতে যে মন মানে

সন্ধে হলেই জ্বলবে উঠে
হাজার রঙের আলো 
পুজোর এই চারটি দিন
কাটুক সবার ভালো 

Monday 1 October 2012


গান্ধীজীর প্রতি

আজকে তোমার, পরশু ত্রিনার (Trinar) , তরশু আমার
হবে জলসা, আছে vocalist, নেইকো drummer
দশ টাকা থেকে হাজার, সব নোটেতেই তুমি
সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি